Latest news: ২০১৮  শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

Message of Head Mistress

principle

Message

Welcome To Our School

কালীন ভারতীয় উপমহাদেশে নারী শিক্ষার উন্নয়নে যেক'টি বিদ্যালয় অগ্রনী ভুমিকা পালন করেছে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারমধ্যে অন্যতম। তখন এর নাম ছিল আলেকজানডার ইংলিশ স্কুল। ব্রিটিশ স্থাপত্য রীতিতে স্থাপিত নয়নাভিরাম দোতলা লাল বিল্ডিংটি তার আপন মহিমায় আভিজাত্যের স্মারক নিয়ে এখনও দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত। গেইটে প্রবেশ করতেই ডানে শতবর্ষী রাধাচুড়ার বিশাল বাঁধানো গোলচত্বর। বামে সান বাঁধানো পুকুরের নীলজলে বিদ্যালয়ের প্রতিবিম্ব সত্যিই নান্দনিক। সামনে এগোলেই বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ছাত্রী-হোস্টেল, খেলার মাঠ, শহিদমিনার। ঠিক পূর্বপার্শেই প্রধান শিক্ষক এর দোতলা বাসভবনটি প্রাচীনত্বে ও স্থাপত্যশৈলীতে অনন্য। পাশেই বহুতল নতুন ভবনে আছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, নামাজঘর ও বর্ধিত শ্রেনিকক্ষ। কোলাহলপূর্ণ শহরের ব্যস্ততম সড়কের পাশে থেকেও বিদ্যালয় প্রাঙ্গনের পরিবেশ কোলাহলমুক্ত, শান্ত ও মনোরন। এখানে চতুর্থ থেকে দশম শ্রেণির ছাত্রীদের পড়ানো হয়।

Our Acheivement